Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভাষা ও সংস্কৃতি

মাগুরা উপজেলার সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক ইতিহাস নির্মাণে প্রথমেই মনে রাখতে হবে হাজার বছরের ঐতিহ্যে লালিত বাঙালি-সংস্কৃতির ইতিহাসে মাগুরার অবদান যথেষ্ট গৌরবোজ্জ্বল, যা অধিকতর গুরুত্বের ইঙ্গিতবহ। মাগুরাতেও এমন কিছু কবি সাহিত্যিক ও শিল্পী জন্ম গ্রহণ করেছেন তারা সত্যিই প্রাতঃস্মরণীয়। যাঁদের সাধনার ফসল ঘরে তুলে মাগুরা আজও কীর্তিমান। বেরইল পলিতা ইউনিয়ন একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন। নবগঙ্গা নদীর তীরে এই ইউনিয়নে মুঘল আমল থেকেই বিভিন্ন জমিদার রাজাদের  বসবাস ছিল। তাদের ভাষা ও সংস্কৃতি ছিল অত্যন্ত মনোরম। সে ভাষা ও সংস্কৃতির রীতি নীতি বর্তমানেও বেরইল পলিতা ইউনিয়নে প্রচলিত। প্রতি বছর বেরইল পলিতা ইউপি ভবনের সামনে ১লা বৈশাখ  নৌকা বাইস,  মেলা অনুষ্ঠিত হয়। মেলায় হাজার হাজার লোকের সমাগম হয়।